পাবনা প্রতিনিধি : জেলার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর টেপাগাড়ি ব্রিজ এলাকায় নাদিম হোসেন বাপ্পি (৩০) নামের এক যুবককে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। শুক্রবার বেলা ৯টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নাদিম পাবনা পৌর সদরের আটুয়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ঈশ্বরদীর পাকশী এমআরএস সিএনজি স্টেশনে প্রকৌশলী হিসেবে চাকরি করতেন বলে পারিবারিক সূত্র জানায়।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালাম জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নাহিদ মোটরসাইকেলযোগে পাকশী কর্মস্থল থেকে পাবনা শহরে নিজ বাসায় ফিরছিলেন। মাধপুর টেপাগাড়ী ব্রিজের কাছে পৌঁছালে গাছের সঙ্গে রশি বেঁধে তার গতিরোধ করে ছিনতাইকারীরা। এরপর তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে ডিসকাভারী-১৩৫ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

(দ্য রিপোর্ট/এমএসআর/ইইউ/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)