সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লায় যৌতুকের জন্য পারুল খাতুন (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ একডালা মহল্লার হৃদয় সেখের স্ত্রী।

নিহতের বাবা আসাদ আলী জানান, এক বছর আগে হৃদয়ের সঙ্গে পারুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামীসহ তার পরিবারের সদস্যরা পারুলকে নির্যাতন করে আসছিল। বৃহস্পতিবার রাতে পারুলকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ ঘরের মধ্যে রেখে তারা পালিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, মৃতদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দ্য রিপোর্ট/আরকে/ইইউ/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)