কুষ্টিয়া প্রতিনিধি : মাত্র একদিনের ব্যবধানে কুষ্টিয়ার কুমারখালীতে আবারও শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

এদিকে উপজেলার যদুবয়রা মাধ্যামিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর মামলার প্রধান আসামি জামায়াতকর্মী শামসুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, অভিযান অব্যাহত রয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে শহীদ মিনার ভাঙচুরের অন্য অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এফএপি/একে/ ফেব্রুয়ারি ২১, ২০১৪)