দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’- কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন এই কবিতা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পশ্চিম পাশের পলাশ ফুলের গাছটি কিন্তু ঠিকই জানিয়ে দিয়েছে এসেছে বসন্ত ঋতু। বাড়ির পাশের কৃষ্ণচূড়া গাছটিতে তাকিয়ে দেখে নিতে পারেন কি অপরূপ রূপে সেজেছে প্রকৃতি!

নগরের কর্মব্যস্ত মানুষের হৃদয়েও বসন্ত দিয়েছে দোলা। সকাল থেকেই শাহবাগের চারুকলায় অনুষ্ঠিত হচ্ছে বসন্তবরণ উৎসব। বাসন্তি রঙের ঢল নেমেছে পুরো শহর জুড়ে। বসন্তের ছোঁয়া লেগেছে অমর একুশে গ্রন্থমেলায়ও।

বসন্তের প্রথম দিনে আজ মেলার দ্বার খুলেছিল বিকেল ৩টায়,  ছিল মানুষের ভিড়। বাসন্তি রঙের শাড়ি পড়ে তরুণীদের দেখা গেলো মেলায় ঘুরেবেড়াতে। তাঁদের হাতেরিনিঝিনি শব্দ করে বাজছে কাচের চুড়ি।কারও গালে বা হাতে আলপনা।

ছেলেদের অনেকেই পড়েছে বাহারি রঙের পাঞ্জাবি। রঙচটা জামা পড়েছেশিশুরা। সব মিলিয়ে বর্ণিল ছিল বসন্তের প্রথম দিনের বইমেলা।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)