চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে কোটি টাকা দামের বিলাস বহুল একটি গাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চকবাজার থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলের সামনে থেকে পাজেরো গাড়ীটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক তারেক মাহমুদ।

তিনি বলেন, শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটি ঝামেলা এড়াতে এখানে ফেলে যায়। আমরা পরিত্যক্ত অবস্থায় (চট্ট মেট্রো-০০-০০৯৭) গাড়ীটি জব্দ করা হয়েছে। তবে গাড়ীটির মালিক অথবা চালক কাউকে এখনো পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেলের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি কেউ এর সর্ম্পকে কিছুই জানে না বলে জানিয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)