মমতা-ন্যান্সি বৈঠক শুক্রবার
কলকাতা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল। কলকাতায় পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ১৩ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ন্যান্সি পাওয়েল।
সর্বশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে মহাকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন পাওয়েল।
তবে আজকের বৈঠকের আলোচ্য বিষয় কী-জানা যায়নি। তবে মমতা-ন্যান্সির এ বৈঠকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
(দ্য রিপোর্ট/একে/এসআর/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)