জামালপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
জামালপুর প্রতিনিধি :জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সফিকুল ইসলাম খোকা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন ভোলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, জামালপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
(দ্য রিপোর্ট/এসআর/একে/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)