দ্য রিপোর্ট প্রতিবেদক: শহীদ আলতাফ মাহমুদের জীবনী নিয়ে ওয়েবসাইট তৈরি করেছে আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ দ্য রিপোর্টকে এ তথ্য জানিয়েছেন।

শাওন মাহমুদ বলেন, ‘অনেকেই আলতাফ মাহমুদ সম্পর্কে জানতে চায়। তাদের কথা মাথায় রেখে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। তার সম্পর্কে এখানে অনেক তথ্য আছে। আস্তে আস্তে আরও তথ্য সংযোজন করা হবে।’

১৯৭১ সালের ৩০ আগস্ট রাজারবাগের বাসা থেকে হানাদার বাহিনী আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি। আবদুল গাফফার চৌধুরীর লেখা- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি/ এ গানটির সুর করেন আলতাফ মাহমুদ।

(দ্য রিপোর্ট/আইএফ/একে/ ফেব্রুয়ারি ২১, ২০১৪)