যশোর অফিস : ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিল, কোচিং বাণিজ্য বন্ধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) প্রেস ক্লাব যশোরের সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধন থেকে পাঠ্যবইয়ে লিঙ্গ বৈষম্য ও সাম্প্রদায়িকতা উসকে দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ পাল, এমএম কলেজ শাখার সাধারণ সম্পাদক ইমরান খান, উপশহর ডিগ্রি কলেজের সভাপতি শুভ রায়, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রফ্রন্ট নেতারা বলেন, বিজ্ঞানভিত্তিক সেকুলার শিক্ষা ব্যবস্থা এখন সময়ের দাবি। কিন্তু সরকার সে পথে না হেঁটে পাঠ্য বইয়ের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে লিঙ্গ বৈষম্য ও সাম্প্রদায়িকতা ঢুকিয়ে দিচ্ছে। আমরা নতুন পাঠ্যপুস্তক বাতিলের দাবি করছি। এছাড়া শিক্ষাক্ষেত্রে কোচিং ও নোট-গাইড বাণিজ্য বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে। যার কারণে শিক্ষার মান প্রতিনিয়ত নিম্নগামী হচ্ছে। অবিলম্বে কোচিং ও নোট-গাইড বই বাণিজ্য বন্ধ করতে হবে।

(দ্য রিপোর্ট/এপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)