পাবনা প্রতিনিধি : জেলার আটঘরিয়া উপজেলার জুমাইখিরী গ্রামে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কমপক্ষে ৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থীত প্রার্থীর কাছে পরাজিত হয়ে শুক্রবার সকালে খড়ের গাদায় আগুন দেওয়াকে কেন্দ্র করে জামায়াত সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ সমর্থকরা।

নবনির্বাচিত আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা জহুরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের পরাজিত প্রার্থী শহীদুল ইসলাম রতনের ছোট ভাই মিজানুর রহমান বাবু ও দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিলের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থকরা ওই এলাকার বিএনপি ও জামায়াত সমর্থক আজিজ মেম্বার, নুরুল ইসলাম, আয়নাল ও বাদশা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় অন্যরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। নির্বাচনে পরাজিত হয়ে ক্ষুব্ধ আওয়ামী লীগ সমর্থকরা এই হামলা চালায় বলে দাবি করেন তিনি।

অপরদিকে পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রতন এই অভিযোগ অস্বীকার করে বলেন, ওই এলাকায় আমার কিছু সমর্থক নির্বাচন করায় ব্যক্তি আক্রোশে জামায়াত জোটের লোক নিজেদের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এরপর তারা আমার সমর্থকদের ওপর দোষ চাপিয়ে দিয়ে সংঘর্ষ লিপ্ত হয়। শহিদুল ইসলাম আরও বলেন, এ ঘটনার পর আমার ছোট ভাই মিজানুর রহমান বাবু ও স্থানীয় ইউপি আওয়ামী লীগ সভাপতি নিখিল ওই বাড়িতে গেলে বিএনপি-জামায়াতের লোকজন তাদেরকে ধরে আটকে রেখে মারধর করে। তাদের চিৎকারে অন্যান্য লোকজন ছুঁটে আসায় প্রাণে রক্ষা পায় তারা।

স্থানীয়রা জানান, নির্বাচন পরবর্তী এই সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের আজিজ, নুরুল, আয়নাল, বাদশা, নিখিল, বাবুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ইইউ/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)