দ্য রিপোর্ট ডেস্ক : জুলাই মাস থেকে মানুষ পরিবহনে ড্রোন চালু করছে দুবাইয়ের সড়ক ও পরিবহন বিভাগ। সংস্থার প্রধান মাত আল তায়ের আন্তর্জাতিক এক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, চীনের তৈরি ইহাং-১৮৪ নামের এই ড্রোন এক শ' কেজি পর্যন্ত ওজন নিয়ে একটানা ৩০ মিনিট উড়তে পারবে। অর্থাৎ সহজে একজন যাত্রী পরিবহণ করতে পারবে এই ড্রোন।

ইতোমধ্যে বেশ কবার সফল পরীক্ষা চালানো হয়েছে। ড্রোনের ভেতর শুধুমাত্র একটিই কন্ট্রোল বাটন থাকবে যেখানে চাপ দিয়ে যাত্রী তার গন্তব্য পছন্দ করবেন।

মাটিতে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় ড্রোনটি নিয়ন্ত্রণ করা হবে। একবার ব্যাটারি চার্জ দিলে এই ড্রোন ঘণ্টায় ১৬০ কিমি বেগে একটানা ৫০ কিমি পর্যন্ত যেতে পারবে।

আল তায়ের বলেছেন, দুবাইয়ের আকাশে এর সফল পরীক্ষা হয়েছে। এছাড়া আমেরিকার নেভাডায় পরীক্ষা চালিয়ে একে নিরাপদ বলে অুনমোদন দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)