দ্য রিপোর্ট প্রতিবেদক : ২৫শে মার্চকে গণহত্যা দিবস পালনের প্রস্তাব এসেছে জাতীয় সংসদে। বুধবার জাতীয় সংসদে পয়ন্টে অব অর্ডারে দাঁড়িয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ প্রস্তাব তোলেন।  এরপর তার প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, পাকিস্তান যে গণহত্যা চালিয়েছে তাদেরকে বার বার বলা হয়েছে ক্ষমা চাওয়ার জন্য। তারা ক্ষমা তো চায়ইনি উল্টো তাদের পাপের বোঝা মুক্তিবাহিনীর উপর চাপিয়ে দিচ্ছে।

তিনি বলেন, ২৫শে মার্চ ১৯৭১ সালে যে গণহত্যা চালিয়েছিল তারা কাউকে বাদ দেয়নি। আমাদেরকে উদ্যোগ নিতে হবে। ২৫শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। এজন্য সংসদে যথাযথ প্রস্তাবনা আনতে পারি এবং আন্তর্জাতিকভাবে প্রচার-প্রচারণা চালাবো যাতে করে ২৫শে মার্চ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাণিজ্যমন্ত্রী ছাড়াও ইতোমধ্যে একজন সংসদ সদস্য লিখিতভাবে এ বিষয়ে প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাবের বিষয়ে মার্চ মাসের যে কোনো একদিন সংসদে আলোচনা করা হবে।

(দ্য রিপোর্ট/কেএ/এপি/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)