চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর। এ টুর্নামেন্ট উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপি কমিশনার ইকবাল বাহার।

সংবাদ সম্মেলনে বলা হয় নগরীর রেডিসন ব্লুসহ চারটি হোটেলে অবস্থান করবেন খেলোয়াড়রা। টুর্নামেন্ট চলাকালীন নগরীর হোটেল, বিমান বন্দর, স্টেডিয়ামসহ বিভিন্ন স্পটে ৮ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে নিরাপত্তার দায়িত্বে।

এছাড়া র‌্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোও থাকবে সার্বক্ষণিক নিরাপত্তার কাজে। সংবাদ সম্মেলনে বাফুফে কর্মকর্তাসহ পুলিশ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২ মার্চ পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। পাঁচটি বিদেশী টিমসহ মোট ৮টি ফুটবল টিম এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)