ভালো কাজের স্বীকৃতি পেলো সিএমপি’র ৮৩ পুলিশ
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ বিষয়ক সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে কর্মরত ৮৩ জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফকে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিএমপির সম্মেলন কক্ষে জানুয়ারি মাসের অপরাধ বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার এতে সভাপতিত্ব করেন।
সভায় জানুয়ারি মাসে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা, অপরাধ সংঘটন ও নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তির বিষয়ে পর্যালোচনা করা হয়। অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের জানুয়ারি-২০১৭ এর শ্রেষ্ঠ বিভাগ, সহকারী পুলিশ কমিশনার, থানা ও পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক, উপ-পরিদর্শক (অস্ত্র উদ্ধার), উপ-পরিদর্শক (মাদক উদ্ধার) এবং উপ-পরিদর্শক (গ্রেফতারী পরোয়ানা তামিল) এর সম্মাননা সনদ প্রাপ্তরা হলেন- যথাক্রমে উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাজারী, সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মো. কামরুল হাসান, পুলিশ পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম অফিসার ইনচার্জ- কর্ণফুলী থানা, এসআই মো. মনিরুল ইসলাম- পতেঙ্গা থানা, এসআই মাসুদুর রহমান, আকবর শাহ থানা, এসআই আব্দুর রব- বায়েজিদ বোস্তামী থানা, এসআই হারুন অর রশিদ- কোতোয়ালী থানা।
এ সময় পুলিশ কমিশনার তার বক্তব্যে গত মাসে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি’র পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল ইউনিটকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা, ডিবিসহ অন্যান্য সংস্থাকে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন। মাদক দ্রব্যের ব্যবহার নির্মূল করার লক্ষ্যে মাদক/ইয়াবা আসার রুট বন্ধ করাসহ মাদক বিরোধী সাড়াঁশি অভিযান ও মাদকের বিরুদ্ধে সকল স্তরের পুলিশ সদস্যদের জিরো টলারেন্স মনোভাব প্রদর্শনের নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও উক্ত সভায় সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের শিশু নির্যাতন প্রতিরোধে এলাকায় অপরাধ দমন সভার মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গাড়ি চুরি প্রতিরোধে পোশাকী পুলিশ টহল কার্যক্রম জোরদারের প্রতি গুরুত্ব আরোপ করেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাজারী, উপ-পুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন সহ-সহকারী পুলিশ কমিশনার, র্যাব, সিআইডি এর প্রতিনিধিসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)