সাপ্তাহিক গেইনারের শীর্ষে এএফসি এগ্রো
দ্য রিপোর্ট প্রতিবেদক : সম্প্রতি তালিকাভুক্ত হওয়া এএফসি এগ্রো বায়োটেক সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। লেনদেন হওয়া ৫ কার্যদিবস শেষে এ শেয়ারের দর ১৮.৮৮ শতাংশ বেড়েছে।
দেশের উভয় পুঁজিবাজারে এএফসি এগ্রো বায়োটেকের লেনদেন ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এ কোম্পানির ১০ টাকার শেয়ার মাত্র ৮ কার্যদিবসে ৬২.৪ টাকা বেড়ে ৭২.৪ টাকায় অবস্থান করছে।
গত সপ্তাহের ৫ কার্যদিবসে এ কোম্পানির মোট ৪৮ কোটি ৭ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ৯ কোটি ৬১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা।
গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ার ৪ দিন বেড়েছে ও একদিন কমেছে। সপ্তাহের শুরুতে প্রায় ৬১ টাকায় থাকা শেয়ারটি বর্তমানে ৭২.৪ টাকায় অবস্থান করছে। এ ছাড়া এ কোম্পানিটি গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি গেইনারের শীর্ষস্থানে অবস্থান করে।
এ কোম্পানির মোট ৫ কোটি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০.২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৮.১১ শতাংশ ও বাকি ২১.৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)