তিন ভাতিজিকে পুড়িয়ে মারলেন চাচা
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের অন্ধপ্রদেশের নিজামাবাদ শহরে তিন ভাতিজিকে পুড়িয়ে হত্যা করেছেন এক চাচা। পারিবারিক অনুষ্ঠান থেকে চকোলেটের লোভ দেখিয়ে ঐ তিন শিশুকে অপহরণ করা হয়। সূত্র: ডেইলি মেইল, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
নিহত তিন ভাতিজি হলো- অক্ষয় (৯), সুরি (৬) ও খুশি (৪)। নিজামাবাদ শহরের প্রকৌশল কলেজ এলাকা থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তিন শিশু বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিল। ঘটনাস্থল থেকে পুলিশ পেট্রলের বোতল উদ্ধার করেছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার বিয়ে না হওয়ায় ঈর্ষাকাতর হয়ে ভাইয়ের মেয়েদের হত্যা করেছেন।
নিজামাবাদ পুলিশ সুপার তরুণ জোশি জানিয়েছেন, আলামত দেখে পরিষ্কারভাবে বোঝা গেছে, এটা একটা হত্যাকাণ্ড।
পারিবারিক অনুষ্ঠান থেকে বুধবার বিকেলে নিখোঁজ হন তিন শিশু। এরপর রাত সাড়ে ১০টার দিকে নরেন্দ্র ঋদ্দি তার ভাইয়ের কাছে ফোন করে জানান, তিনি তিন শিশুকে হত্যা করার জন্য শহরের ২৫ মাইল দূরে রয়েছেন।
টাইম অব ইন্ডিয়া নরেন্দ্রের আত্মীয়ের বরাত দিয়ে জানায়, ভাইয়ের মতো বিয়ে করতে না পেরে ঈর্ষাকাতর হয়ে সে তিন ভাতিজিকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন
টেলিভিশন এনডিটিভি জানায়, ঘটনার পর থেকে হত্যাকারী পলাতক রয়েছেন। তবে শহরের একটি ব্রিজের নিকট থেকে তার ঘড়ি ও জুতো উদ্ধার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/একে/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)