যশোর অফিস : জেলার মনিরামপুর উপজেলার পল্লীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বুলু নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। আহত বুলু মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান দ্য রিপোর্টকে জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাডাঙ্গা-ঢাকুরিয়া গ্রামে যান। সেখানে বাহিনী প্রধান বুলু তার সঙ্গীসহ নাশকতার জন্য পরিকল্পনা করছে। ঘটনাস্থলে উপস্থিত হলে বুলু ও তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে চার রাউন্ড গুলিবর্ষণ ও দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

তিনি বলেন, পুলিশ এ সময় ১৩ রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি বুলুর পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়। অন্যরা পালিয়ে গেলেও বুলু ধরা পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

(দ্য রিপোর্ট/একে/ইইউ/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)