দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে নাসিম সাহনিকের বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘ডোপামিন প্রব্লেম’। বইটি প্রকাশ করেছে শব্দ শৈলী। প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ তুলি। এটি বইমেলায় ৩৫৭,৩৫৮,৩৫৯ নম্বর স্টলে পাওয়া যাবে।

 

ডোপামিন হচ্ছে মানুষের মস্তিষ্কের  গুরুত্বপূর্ণ একটি নিউরোট্রান্সমিটার। মানুষের প্রেমের অনুভূতি, সুখানুভূতি থেকে শুরু করে বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই নিউরোট্রান্সমিটারটি। এটি লেখকের  ১৭তম বৈজ্ঞানিক  কল্পকাহিনী গ্রন্থ।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)