কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আ.লীগের দুইগ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান মিঠুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার জের ধরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের ভাগ্নে বাড়িতে বোমা হামলা করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান মিঠু ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী দলীয় কাজে উপজেলার রামকৃষ্ণপুর বিদুৎকেন্দ্র এলাকায় যান। এ সময় প্রতিপক্ষের আওয়ামী লীগ কর্মীরা মিঠুর ওপর আকস্মিক হামলা চালায়।

আহত মিঠু ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী ফজলুল হককে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার জেরে ভেড়ামারা শহরে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে শুক্রবার দুপুরে আবারও সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহববু উল আলম হানিফের ভাগ্নে বিটু’র বাসভবনের সামনে বোমা হামলা চালানো হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম জানান, আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এফএপি/একে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)