পঞ্চগড়ে ছিটমহল বাসিন্দাদের মাতৃভাষা দিবস পালন
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ছিটমহলের বাসিন্দারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। শুক্রবার সকালে বোদা উপজেলার পুটিমারি ছিটমহলের বাসিন্দারা প্রভাতফেরী, শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে গাড়াতি ছিটমহলের চেয়ারম্যান মফিজার রহমান,পুটিমারি ছিটমহলের চেয়ারম্যান তছলিম উদ্দিন, আবু সৈয়দসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাতৃভাষা দিবসের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ সময় ছিটমহলবাসী বাংলাদেশি নাগরিকত্বের দাবি জানান।
(দ্য রিপোর্ট/এসআরএস/একে/ ফেব্রুয়ারি ২১, ২০১৪)