শৈলকুপায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
ঝিনাইদহ প্রতিনিধি : জেলার শৈলকুপা উপজেলায় কালি নদীর চর থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। উপজেলার হাড়রা গ্রামে শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, উপজেলার হড়রা গ্রামের কালি নদীতে জেগে উঠা চরের বালি সরকারের কাছ থেকে ইজারা নেয় আকরাম আলী শেখ। ওই চরে একই গ্রামের মমিনউদ্দিন জোয়ারদারের লোকজন জোর করে বালু উত্তোলন করতে গেলে প্রতিপক্ষদের লোকজন বাধা দেয়। এ সময় উভয়পক্ষ ঢাল-শর্কি, রামদা, বল্লম, লাঠি ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বাকিদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরএইচ/ইইউ/জেএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)