দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বাস্থ্যখাতে গবেষণা ও বিশেষ অবদানের জন্য ‘স্যামসন এইচ চৌধুরী তরুণ বিজ্ঞানী পদক’ পেয়েছেন দুই জন। তারা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবুল বাসার মীর মো. খাদেমুল ইসলাম এবং অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনোয়ারা সুলতানা।

রাজধানীর ঢাকা ক্লাবে শনিবার (১৮ ফেব্রুয়ারি) ‘স্যামসন এইচ চৌধুরী সম্মেলন ২০১৭’ এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দুই বিজ্ঞানীর হাতে পদক তুলে দেন। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে ক্রেস্ট ও ১ লাখ টাকা প্রদান করা হয়েছে।


স্যামসন এইচ চৌধুরীর সম্মানে প্রতি দুই বছর অন্তর এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দেশের স্বাস্থ্য ও ওষুধ খাতের বিভিন্ন দিক ও বাস্তবতা তুলে ধরা হয়। একইসঙ্গে স্বাস্থ্যখাতে গবেষণা ও বিশেষ অবদানের জন্য ‘স্যামসন এইচ চৌধুরী তরুণ বিজ্ঞানী পদক’ দেওয়া হয়। সম্মেলনের আয়োজন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

(দ্য রিপোর্ট/আরএ/জেডটি/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)