দ্য রিপোর্ট ডেস্ক : বলিউডের সিনেমা জগতে ৪৮ বছর হয়ে গেল অমিতাভ বচ্চনের। সাত হিন্দুস্তানি ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। আজ তার ঝুলিতে প্রায় ২০০টি ছবি।

নিজের ব্লগে সাত হিন্দুস্তানি ছবির একটি স্টিল শেয়ার করেছেন অমিতাভ। লিখেছেন, ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। প্রথম ছবি সাত হিন্দুস্তানিতে সই করেন।

ছবির প্রিমিয়ারের ফটোও শেয়ার করেছেন অমিতাভ। সেখানে তিনি একটি পার্শিয়ান জ্যাকেট পরেছেন। ইরান থেকে এক বন্ধু এই জ্যাকেট এনে দিয়েছিলেন। প্রিমিয়ারে গিয়েছিলেন তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মিস্টার গুজরাল।

“আমি জয়সলমিরে সুনীল দত্ত ও ওয়াহিদা রহমানের সঙ্গে রেশমা অউর শেরা ছবির শুটিং করছিলাম। এই ইভেন্টের জন্য আমি ফিরে এসেছিলাম। পার্শিয়ান জ্যাকেটটি আমার এক বন্ধুর থেকে ধার করা। ও ইরান থেকে ফেরার সময় ওটা নিয়ে এসেছিল বা কোনও বন্ধু ওকে উপহার দিয়েছিল।”

শুধু নিজের ফিল্ম ক্যারিয়ারের ৪৮ বছর তিনি উদযাপন করেছেন, তা নয়। হন্ধে হাত ছবির ৪৪ বছর, অগ্নিপথের ২৭ বছর ও একালব্য ছবির ১০ বছরও সেলিব্রেট করেছেন তিনি। তিনটি ছবিই রিলিজ করেছিল ১৬ ফেব্রুয়ারি।

(দ্য রিপোর্ট/এফএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)