দ্য রিপোর্ট ডেস্ক : মালয়েশিয়ায় মানব পাচারকারীদের হাত থেকে ১১ বাংলাদেশি ও ১৫ জন মিয়ানমারের নাগরিককে বুধবার উদ্ধার করেছে দেশটির পুলিশ।

ওই বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের ওপর পাচারকারীরা দাসের মতো আচরণ করত।

জর্জ টাউনের ম্যাকালুম স্ট্রিট ঘটের ১৫ তলা ফ্ল্যাট থেকে বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয়। মিয়ানমারের ১৫ নাগরিককে উদ্ধার করা হয় পেনাংয়ের জর্জ টাউন থেকে। এর মধ্যে চারজনের অবস্থা বেশ করুণ। তাদের দুর্বল ও ক্ষুধার্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, জালান পাসার থেকে উদ্ধারকৃত নাগরিকদের গত তিনদিন ধরে কোনো খাবার দেওয়া হয়নি। তাদের প্রত্যেকের বয়স ৩০ বছরের মধ্যে।

পুলিশ বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে একই কক্ষ থেকে মিয়ানমারের ওই নাগরিকদের উদ্ধার করে। ওই সময় তিনজন পাহারাদারকে আটক করা হয়। তারা প্রত্যেকেই মিয়ানমারের নাগরিক ও বয়স আনুমানিক ৪০-এর মধ্যে।

অনুসন্ধানে দেখা গেছে, উদ্ধারকৃতরা একটি মানব পাচারকারী সিন্ডিকেটের হাতে আটক ছিল। সিন্ডিকেটে মালয়েশিয়া ও মিয়ানমারের নাগরিক রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

উদ্ধারকৃত এক মিয়ানমারের নাগরিক জানান, সিন্ডিকেটের সদস্যরা তাকে কনস্ট্রাকশনে কাজের কথা বলে স্থানীয় দুই হাজার মুদ্রার বিনিময়ে ৯ দিন আগে মালয়েশিয়ায় নিয়ে আসে। এরপর তাকে আটকে রেখে তার পরিবারের কাছে আরও ১০ হাজার স্থানীয় মুদ্রা দাবি করে সিন্ডিকেট সদস্যরা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত কারোরই পর্যাপ্ত কাগজপত্র নেই।

(দ্য রিপোর্ট/এসকে/ফেব্রুয়ারি ২১, ২১০৩)