দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইসলামাবাদের বিপক্ষে ম্যাচে ঔজ্জ্বল্য ছড়াতে পারেননি সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। আর ডোয়াইন স্মিথের ঝড়ো ব্যাটিংয়ে পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে সাকিব-তামিরে দল পেশোয়ার জালমি। ব্যাট করতে নেমে নিজেকে প্রমাণ করতে পারেননি তামিম। শুধু এই ওপেনারই নন, ব্যাট হাতে অনুজ্জল ছিলেন সাকিব আল হাসানও।

দলীয় ১৭ রানের মাথায়ই ব্যক্তিগত ৪ রানে আউট হয়ে যান তামিম। আগের দিন ব্যাট করতে নামতে না পারলেও, এদিন ব্যাট করার সুযোগ পান সাকিব। ৭ বল খেলে তিনি আউট হয়েছেন মাত্র ৫ রান করে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান সংগ্রহ করে পেশোয়ার।

ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মোহাম্মদ সামি ৩টি, রুম্মান রইস ও শাদাব খান নেন ২টি করে উইকেট। মোহাম্মদ ইরফান ও আমাদ বাট নেন ১টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে শুরুটা ভালো না হলেও এক প্রান্ত আগলে রেখে দলের জয় এনে দেন ক্যারিবিয়ান তারকা স্মিথ। ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি। ৫৯ বলে ৬টি চার ও ৪টি ছয়ের মারে ইনিংসটি সাজান তিনি।

২৪ রান দিয়ে সাকিব নেন ১টি উইকেট। এছাড়া হাসান আলি, জুনায়েদ খান ও ওয়াহাব রিয়াজও ১টি করে উইকেট পেয়েছেন।

(দ্য রিপোর্ট/এনপিএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)