দ্য রিপোর্ট ডেস্ক : ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। দিবসটি উপলক্ষে পোশাকে ও সাদা পোশাকে ৮ হাজার পুলিশ নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবে।

রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি আরও বলেন, শহীদ মিনার ও এর আশপাশের এলাকার প্রতিটি ইঞ্চি সিসি টিভি দ্বারা মনিটরিং করা হবে। পুলিশ কন্ট্রোল রুম থেকে এ ফুটেজগুলো মনিটর করা হবে। ২০ ফেব্রুয়ারি রাত ৮টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। এছাড়া প্রত্যেক দর্শনার্থীকেই আর্চওয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এআরই/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)