কাজী জামশেদ নাজিম, দ্য রিপোর্ট : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবার নিয়ে আসছে বাংলা চলচ্চিত্র ‘ঢাকা এ্যাটাক’।

ডিএমপির সার্বিক সহযোগিতায় এ চলচ্চিত্রটি নির্মাণ করবে থ্রী হুইলারস্ লিমিটেড। রবিবার সকাল ১১টায় টেলিকম অডিটরিয়ামে ছবিটি নির্মাণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও থ্রি হুইলারস লিমিটেড এর মধ্যে সার্বিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রটির কাহিনী রচনা করেছেন সানী সানোয়ার। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এবং বোমা নিস্ক্রিয় দল প্রধান। চলচ্চিত্রটির কাহিনী সম্পর্কে তিনি দ্য রিপোর্টকে বলেন, বাস্তবতার নিরিখে ঢাকা মহানগরীর অধিবাসীরা কতটা নিরাপদ কিংবা নিরাপত্তা প্রদানে পুলিশ কতটা পেশাদারিত্ব লালন করে তা হয়তো এখনো অনেক মানুষের অজানা। সম্পূর্ণ বাস্তবভিত্তিক কাহিনী অবলম্বনে গল্পটি সাজানো হয়েছে। প্রতি মুহূর্তে টানটান উত্তেজনা আর অবিশ্বাস্য দৃশ্যের উপর ভর করে গল্পটি এগিয়ে গেছে।

সানী সানোয়ার মনে করেন, দর্শক বিনোদন নিশ্চিত করা-ই এ চলচ্চিত্রটির প্রধান উদ্দেশ্য। পৃথিবীর বিভিন্ন দেশে শত-সহস্র ‘পুলিশ’ ভিত্তিক থ্রিলার চলচ্চিত্র নির্মিত হলেও বাংলাদেশ এ বিষয়ে শূন্যের কোটায়। বিভিন্ন চলচ্চিত্রে পুলিশকে ‘নেগেটিভ’ রোলে কিংবা ‘কমেডি’ রোলে উপস্থাপন করলেও পোশাক, র‌্যাংক, চেইন অব কমান্ড, তদন্তের আইনগত প্রক্রিয়া, অপরাধের অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো সম্পর্কে নির্মাতাদের অসচেতনতা চোখে পড়ার মত। এ সব বিষয় মাথায় রেখে বাংলাদেশের পুলিশ প্রথমথ্রিলার চলচ্চিত্র ‘ঢাকা এ্যাটাক’ নির্মাণ করছে।

ছবিটিতে বিশেষ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে সানী সানোয়ার বলেন, রোমাঞ্চকর কিছু মুহূর্ত, অসাধারণ টিম ওয়ার্ক, বাস্তবসম্মত এ্যাকশন দৃশ্য, সাবলীল মানবিক আবেদন, সামাজিক মূল্যবোধ এবং বিচ্যূতি, পারিবারিক সংঘাত ও মানবিক প্রেমের সম্পর্কগুলো অত্যন্ত নিখূঁতভাবে উপস্থাপন করা হবে।

‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী হায়দার ও খালেদুর রহমান জুয়েল। গবেষণা ও স্টোরিবোর্ড তৈরি করছে সিনেমাস (স্মার্ট সিনেমা ফর মাস) কারিগরি সহযোগিতা করবে দেশ-বিদেশের অ্যাকশন মুভি নির্মাণে দক্ষ বিভিন্ন টেকনিক্যাল প্রতিষ্ঠান। পেশাদার অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের অনেক সদস্য এ চলচ্চিত্রে অভিনয় করবে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/কেজেএন/এইচএসএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)