দ্য রিপোর্ট প্রতিবেদক :  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, একটি অপশক্তি ইসলামকে জঙ্গি ধর্ম বানানোর চেষ্টা করছে, মুসলমানদের জঙ্গি বানানোর চেষ্টা করছে। যারা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে তারা অন্ধকারের পথে গিয়েছে। অন্ধকারের পথযাত্রীরা ফিরে আসুক, এটাই আমাদের প্রত্যাশা।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার ১০তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা জানান।

আসাদুজ্জামান খাঁন বলেন, বিশ্বব্যাপী জঙ্গিবাদের উত্থান হয়েছে। কেন হয়েছে সেটা বুঝতে হবে। যারা মুসলমানদের জঙ্গি বানানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যারা এ পথে গিয়েছে তারা ভুল করেছে, এটা কোনো পথ নয়। ইসলামে হত্যা ও জঙ্গিবাদের কোনো স্থান নেই।

সংসদ সদস্য এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে বাংলাদেশে ইরান দূতাবাসের কাউন্সিলর মুসা হোসাইনি, রহমতে আলম মিশন এতিমখানার সাধারণ সম্পাদক জহিরুল হক, মাওলানা আবদুর রাজ্জাক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এমকে/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)