দ্য রিপোর্ট ডেস্ক : আবুধাবিতে সাড়ে ৬ ঘণ্টার যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে বহনকারী বিমানটি স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটে আবুধাবি বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

বাংলাদেশ সময় রাত ৮টায় প্রধানমন্ত্রীর ঢাকা শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করেছিল।

এর আগে স্থানীয় সময় শনিবার রাত পৌনে ১০টায় ঢাকার উদ্দেশে জার্মান ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বেসরকারি বিমান পরিবহন কোম্পানি উত্তেহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে জার্মানের মিউনিখ বিমানবন্দর থেকে রওয়ানা হন তিনি। বিমানবন্দরে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

নিরাপত্তা বিষয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের আমন্ত্রণে তিন দিনের সফরে জার্মান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র বাসস।

(দ্য রিপোর্ট/এমকে/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)