চট্টগ্রামে ফের ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার
চট্টগ্রাম অফিস : একদিনের মাথায় কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে আরো ৪ লাখ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কোস্টগার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়াবা উদ্ধারের এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার নাফ নদীতে অভিযান চালিয়ে ২৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিচ ইয়াবা উদ্ধার করেছিল কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (গোয়েন্দা) লে. কমান্ডার বিএন ওমর ফারুক জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিক্তিতে কোস্টগার্ড সিজি স্টেশন টেকনাফ এর একটি টহল দল স্টেশন কমান্ডর লে. কমান্ডার তাসকিন রেজা এর নেতৃত্বে টেকনাফ স্থলবন্দরের উত্তর পাশ্বে সহিরং খাল সংলগ্ন জংগলে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরে ঐ এলাকার কয়েকজন ব্যক্তির চলাচল নজরে আসলে কোস্ট গার্ড দল তাদের ধাওয়া করে। উপায়ন্তর না দেখে লোকগুলো ২টি বস্তা ফেলে রেখে জংগলের গভীরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ঐ বস্তা দুটির ভেতর থেকে চার লাখ পিস ইয়াবা জব্দ করে।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)