দ্য রিপোর্ট প্রতিবেদক : বইমেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে রচিত গ্রাফিক নোভেল ‘মুজিব-৩’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে রবিবার (১৯ ফেব্রুয়ারি ২০১৭) বিকেল সাড়ে ৪টায় সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন (সিআরআই) স্টলে (স্টল নং ১০০ এবং ১০১) বইটির মোড়ক উন্মোচন করা হয়।

শিশু-কিশোরদের জন্য রচিত এই বইটিতে ‘অসমাপ্ত আত্মজীবনী’র উল্লেখযোগ্য ঘটনাবলি নিয়ে ক্রমান্বয়ে মোট ১২টি খণ্ডে প্রকাশ করা হবে। ইতোমধ্যে যার ২টি খণ্ড প্রকাশিত হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নাহিম রাজ্জাক এমপি, শিল্পী রাশাদ ইমাম তন্ময় প্রমুখ।

(দ্য রিপোর্ট/এপি/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)