দ্য রিপোর্ট প্রতিবেদক : গাজীপুর জেলা প্রশাসকসহ সরকারি দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরা হলেন- গাজীপুর জেলা প্রশাসক তারিকুল ইসলাম ও পাবনার সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন।

সম্প্রতি তাদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইতোমধ্যেই কমিশন থেকে কর্মকর্তাদের অনুসন্ধান করে প্রতিবেদন প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। দুদক সূত্র দ্য রিপোর্টকে এ সব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গাজীপুর জেলা প্রশাসক তারিকুলের বিরুদ্ধে গাজীপুর উপজেলাধীন কাশিমপুর ইউনিয়নের গোবিন্দবাড়ি বড় ভাবনীপুর ও কোনাপাড়া মৌজার সরকারি খাসজমি অবৈধভাবে ব্যক্তির নামে নামজারি করার অভিযোগ দুদক অনুসন্ধান করছে। দুদকের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানকে এ অভিযোগ অনুন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, পাবনার সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কমিশন থেকে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি কর্মকর্তা আমজাদের বিরুদ্ধে প্রশিক্ষণ, সেচ নালা তৈরী ও বৃক্ষরোপণ কর্মসূচি বরাদ্দ করা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া জ্বালানি তেল চুরির অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/জেএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)