দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মহান একুশের অনুষ্ঠানে গাইবে দেশের অন্যতম গানের দল জলের গান। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় মঞ্চে উঠবে দলটি। শোনাবে তাদের জনপ্রিয় কিছু গান।

জানা গেছে, শিল্পকলা একাডেমির ৪৩ বছর পূর্তি ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে জলের গান ছাড়াও অন্যান্য পরিবেশনা থাকবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে স্টেজ শো নিয়েই এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জলের গান। সম্প্রতি বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসে একাধিক কনসার্টে গান গাইতে দেখা গেছে এ দলের সদস্যদের। একাধিক টিভি লাইভ শোতেও গান শুনিয়েছে দলটি।

(দ্য রিপোর্ট/পিএস/এম/এনআই/ফেব্রুয়ারি ২০, ২০১৭)