দ্য রিপোর্ট প্রতিবেদক : মুনাফার শতভাগ লভ্যাংশ ঘোষণা করেছে আইপিডিসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

 

কোম্পানিটি ২০১৬ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ২ টাকা। এর বিপরীতে পরিচালনা পর্ষদ ২০ শতাংশ বোনাস শেয়ার বা প্রতিটি শেয়ারে ২ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে মুনাফার শতভাগ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

 

এদিকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৩২ টাকায়।

কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২ মে সকাল ৯টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। তবে স্থান এখনো নির্ধারণ করা হয়নি। আর শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ১৩ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (১৯ ফেব্রুয়ারি) লেনদেন শেষে কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ৪৫.৮০ টাকায়।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/ফেব্রুয়ারি ২০, ২০১৭)