দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) দশম আসরে এবার বাংলাদেশের ছয় জন ক্রিকেটার নিলামে আছেন। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। প্রত্যেকেরই ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি। এদের মধ্যে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় এনামুল হক বিজয়কে। তবে ভারতের কোনো ফ্র্যাঞ্চাইজি তার ব্যাপারে আগ্রহ না দেখালে অবিক্রীতই রয়ে গিয়েছেন এ ওপেনার।

এ প্রতিবেদন লেখা অব্দি বাংলাদেশের বাকি পাঁচ খেলোয়াড় এখনও নিলামে ওঠেননি।

তবে বিজয় দল না পেলেও ইতিমধ্যেই দল পেয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার। প্রথমবারের মত আইপিএলে দল পেয়েছেন মোহাম্মদ নবি ও রশিদ খান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন এ দুই আফগান ক্রিকেটার।

নবীকে ৩০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুস্তাফিজুর রহমানের হায়দরাবাদ। তবে রশিদ খান চমক জাগিয়েছেন নিলামে। ৫০ লাখ ভিত্তিমূল্যের রশিদকে দলে টানতে হায়দরাবাদ ৪ কোটি রুপি খরচ করেছে।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/ফেব্রুয়ারি ২০, ২০১৭)