দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারে উঠার সিঁড়ি ও বাস স্টপেজ অপসারণের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছিলেন আইনজীবী সাইফুল ইসলাম উজ্জল।

আবেদনের বিষয়ে আইনজীবী উজ্জল জানান, যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠার জন্য ৬ থেকে ৭টি সিঁড়ি ও বাস স্টপেজ আছে। এসব স্টপেজে লেগুনা থামিয়ে যাত্রী উঠানামার কারণে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে। গত ৩-৪ মাসে ফ্লাইওভারের ওপরে ১০ জনের বেশি লোক মারা গেছে। এছাড়া বাসস্টেশন থাকার কারণে প্রায়ই যানজট থাকে। বাংলাদেশের অন্যান্য ফ্লাইওভারে সিঁড়ি ও বাসস্টেশন নেই।

এ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সেসব প্রতিবেদন যুক্তে করে জনস্বার্থে রিটটি দায়ের করা হয়।

(দ্য রিপোর্ট/কেআই/এমএইচএ/ফেব্রুয়ারি ২০, ২০১৭)