দ্য রিপোর্ট প্রতিবেদক : একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ১০টা ৫০ মিনিটে প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘আলোর মিছিল’।  অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, আনোয়ার হোসেন।

বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন  একুশের পংক্তিমালা। বিষয় ভিত্তিক আলোচনা ও কবিতা আবৃত্তি দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন আলোচনায়। বিখ্যাত আবৃত্তিকার করবেন আবৃত্তি।  প্রচারিত হবে বিকাল ৩ টায়।

বিশেষ প্রামাণ্যচিত্র ‘আলতাফ মাহমুদ’। প্রচারিত হবে বিকাল ৫ টা ২০ মিনিটে। বিশেষ নৃত্যানুষ্ঠান ‘রক্ত পলাশ তপ্ত শিমুল’। নৃত্য পরিবেশন করবেন শামীম আরা নিপা ও তার দল। প্রচারিত হবে রাত ৮ টায়।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)