মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের নির্দেশ জালিয়াতি ও প্রতারণা করে এক আসামিকে গ্রেফতার করানোর অভিযোগে জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট জাফর আলী মিয়া ও এক মোহরীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর নতুন শহরের বাকেরপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. ফায়কুজ্জামান জানান, সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের নজরুল হাওলাদারকে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। কিন্তু নজরুল হাওলাদারের পরিবর্তে সেটা মুছে নজরুল ইসলাম লেখা হয়। পাশাপাশি গ্রেফতারী পরোয়ানা বিমানবন্দরে পাঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। গ্রেফতারী পরোয়ানা হাতে পেয়ে কুয়েত প্রবাসী ওই নজরুল ইসলামকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। পরে জালিয়াতির বিষয়টি জানাজানি হলে এ্যাডভোকেট জাফর আলী মিয়া ও তাকে সহযোগিতা করায় মোহরী সুশীল গোলদারকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সদর মডেল থানার এসআই মো. রফিকুজ্জামান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের করেন। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।