ভোলা প্রতিনিধি : ভোলার মেঘনা নদীতে শহর রক্ষা বাঁধের জন্য পাথর নিয়ে আসা  মভি এস আলম-২ নামের একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদীতে এ কর্গো জাহাজটি ডুবে যায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুল সহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোলার শহর রক্ষা বাঁধের জন্য প্রায় ১১শ টন পাথর নিয়ে কার্গো জাহাজটি ইলিশা ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ২০, ২০১৭)