উপজেলা নির্বাচন
‘বিএনপির অভিযোগ বিদেশী সহানুভূতি লাভের জন্য’
দ্য রিপোর্ট প্রতিবেদক : উপজেলা নির্বাচন বিএনপি-জামায়াতের সংসদ নির্বাচন বর্জনের যুক্তি অসাড় প্রমাণ করেছে বলে দাবি করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, তারপরও এই নির্বাচন নিয়ে তারা যে অভিযোগ করছে সেটা বিদেশী শক্তির সহানুভূতি লাভের জন্য। আসলে সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি নিজের যে ক্ষতি করেছে হাজার কথা বলেও তা পূরণ করতে পারবে না।
শুক্রবার দুপুরে টিএসসিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী প্রজন্ম লীগ আয়োজিত রক্তদান ও বিনামূল্যে ওষুধ প্রদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব বলেন।
রাশেদ খান মেনন বলেন, তাদের এই নির্বাচন বর্জনে কেবল নিজেদের ক্ষতিই করেনি, দেশেরও ক্ষতিসাধন করেছে। দেশের মানুষের কাছে এজন্য তাদের জবাবদিহি করতে হবে।
আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি মনির আহম্মদ মনার সভাপতিত্বে অনুষ্ঠিত রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি এ কে এম আলমগীর হোসেন, হাজী সেলিম, ইকবাল হোসেন, আয়ুব প্রমুখ।
(দ্য রিপোর্ট/সাআ/জেএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)