দ্য রিপোর্ট প্রতিবেদক : নিজ বাসায় ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষক ও ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন পুলিশ কনস্টেবলের হাতে লাঞ্ছিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় এই ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, রাত সোয়া ১২টায় আনোয়ার হোসেন গাড়ি নিয়ে ফুলার রোডের ভেতরে টিচার্স কোয়ার্টারে প্রবেশ করতে চান। এ সময় দায়িত্বরত পুলিশ কনস্টেবল তাকে যেতে দিতে অস্বীকৃতি জানায় এবং ঢাবির শিক্ষক পরিচয় দেয়ার পরেও বাজে ব্যবহার করেন।

এ ব্যাপারে কথা বলতে প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেনকে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত, একুশে ফেব্রুয়ারির দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা তাদের পাশ কিংবা আইডি কার্ড থাকলে হলে বা বাসায় প্রবেশ করতে পারেন।

এদিকে এসবি পাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পাশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুপারিশ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রবেশ করতে পারেননি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক।

এ বিষয়ে ঢাবির প্রফেসর ড. রেজাউল করিম রেজা দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে অপেক্ষা করছিলাম। কিন্তু রাত ১২টার পর আমরা ফুল দিতে চাইলে এসএসএফ আমাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী দ্য রিপোর্টকে বলেন, ‘আমি বিষয়টি আজকে জেনেছি। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/জেএইচ/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)