নোয়াখালী প্রতিনিধি : ভাষা আন্দোলনের মহান শহীদ ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে।

জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান। উদ্বোধন শেষে তিনি মেলায় অবস্থিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহান ভাষা আন্দোলনে শহীদ ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসনের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। মেলায় প্রায় ৩৫টি স্টল স্থান পেয়েছে।

এ ছাড়া প্রতিদিন দর্শনার্থীদের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের বিজয় মঞ্চে থাকবে আলোচনা, স্মৃতিচারণ, দেশাত্মবোধক গান, নাটক, আবৃত্তিসহ নানা আয়োজন।

(দ্য রিপোর্ট/এইউএম/এফএস/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)