সাতক্ষীরায় জাসদের একক প্রার্থী ঘোষণা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে সহিদুল ইসলামকে চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করেছে জাসদ।
কলারোয়া উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের জানান, দলীয় সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামকে চেয়ারম্যানকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)