‘সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রত্যেক নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী সহযোগিতা করেছে। আমরা আশা করি, এবারও তাদের সহযোগিতা পাব। সেনাবাহিনী ছাড়া এতো বড় নির্বাচন করা সম্ভব নয়।’
নির্বাচন কমিশন সচিবালয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘একই দিনে দেশের ৩০০ আসনে নির্বাচন হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে এতোগুলো কেন্দ্রে নির্বাচন গ্রহণ সম্ভব নয়। তবে কখন আমরা তাদের সহযোগিতা চাইব তা এখনও সিদ্ধান্ত হয়নি। তফসিলের পর আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে জানাব।’
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে (আরপিও) আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে বাদ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যখন সেনাবাহিনী ছিল না তখনও সেনা ব্যবহার হয়েছে। আরপিও থেকে বাদ দেওয়ার পরও আমরা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হয়েছিল। আইন অনুযায়ী আমাদের প্রয়োজনে যে কোনো সংস্থা থেকে আমার সহযোগিতা নিতে পারি।’
রাজনৈতিক দলগুলোর সমঝোতার জন্য কমিশন অপেক্ষা করবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা চাই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। জনগণ চায়, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। এ জন্য সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চাই। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমাদের উচিত দুই দলের সমঝোতা পর্যন্ত অপেক্ষা করা। তবে আইনের মধ্যে থেকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করা জরুরি। তাই আইন অনুযায়ী আমরা যথেষ্ট সময় নিয়ে নির্বাচন করব।’
সুষ্ঠু নির্বাচনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকেরা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ না হলে আমরা শিক্ষকদের মতো এতো বিশাল জনশক্তি কাজে লাগাতে পারব না। এছাড়া প্রতিষ্ঠানগুলোর পানির কল, টয়লেট মেরামতসহ যাবতীয় প্রস্তুতির ব্যাপার রয়েছে।’
‘কমিশন একটি বিশেষ পক্ষের স্বার্থরক্ষায় বিএনএফকে নিবন্ধন দিচ্ছে’ বিএনপির এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা আইনের মধ্যে থেকে কাজ করছি। বিএনএফের জেলা ও উপজেলা পর্যায়ের তদন্তে তারা শর্ত পূরণ করতে পেরেছে। প্রতীক ও লোগো নিয়ে জটিলতা ছিল। পরবর্তীতে তারা প্রতীক ও লোগো পরিবর্তন করে টেলিভিশন নিয়েছে। এখন গণবিজ্ঞপ্তির আপিল নিষ্পত্তি হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।’
(দিরিপোর্ট২৪/…/এনডিএস/এমএআর/নভেম্বর ০৬, ২০১৩)