দ্য রিপোর্ট ডেস্ক : চলমান সঙ্কট নিরসনে আগাম প্রেসিডেন্ট নির্বাচন দিতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। চলতি বছর শেষ হওয়ার আগেই নির্বাচন দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ইয়ানুকোভিচ।

একই সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন ও রাষ্ট্রপ্রধানের ক্ষমতা হ্রাসে সংবিধান সংশোধনের প্রস্তাবেও মত দিয়েছেন ইয়ানুকোভিচ।

বিরোধী নেতাদের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনার পরেই সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। বিরোধীরা চুক্তির ব্যাপারে কোন মন্তব্য করে নি। এমনকি তারা আন্দোলন চালিয়ে যাবে কি না তাও পরিষ্কার করে কিছু বলেননি।

সব পক্ষের স্বাক্ষর করা একটি চুক্তিপত্র দেখেছে বলে দাবি করেছে ইউক্রেনের আইসিটিভি।

এই চুক্তি অনুসারে ৪৮ ঘণ্টার মধ্যে সংশোধন করা হবে ২০০৪ সালের সংবিধান। আর ১০ দিনের মধ্যে একটি জাতীয় সরকার গঠনের কথা রয়েছে।

রাষ্ট্রপতি, সরকার ও আইনসভার মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে এখনই কাজ শুরু করা হবে। আর এই কাজ শেষ করতে হবে সেপ্টেম্বরের মধ্যেই।

নতুন সংবিধান গঠন হলেই নির্বাচন দেওয়া হবে। তবে তা অবশ্যই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হতে হবে বলে চুক্তিপত্রে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব জোরদার করতে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি বাতিল করে দেওয়ায় গত নভেম্বরে দেশটিতে শুরু হয় তীব্র আন্দোলন। আন্দোলনে এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন। তবে আন্দোলনকারীদের দাবি নিহতের সংখ্যা আরও বেশি। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)