দ্য রিপোর্ট প্রতিবেদক : উচ্চআদালতে বাংলা ব্যবহার নিশ্চিত করতে না পারায় দুঃখ প্রকাশ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমি খুবই দুঃখিত এবং প্রধান বিচারপতি হিসেবে এটা আমার অপারগতা, এটা আমি স্বীকার করি।’

মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বায়ান্নর ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি, বাংলা ভাষা এখন দেশের প্রতিটি অফিসে চালু হয়েছে। আমাদের হাইকোর্ট বিভাগে বেশকিছু বিচারক এতো সুন্দরভাবে বাংলা ভাষায় রায় লিখছেন, সেটা কল্পনা করা যায় না। আমরা আপিল বিভাগেও চেষ্টা করছি।

তিনি বলেন, ‘আশা করি, আমরা যদি একটা ডিভাইস বের করতে পারি; মুখে যা বললাম সঙ্গে সঙ্গে তা কম্পিউটারে প্রিন্ট হয়ে যায়, তাহলে বাংলায় রায় দিতে পারব।’ 

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আমি কোনো দিন ব্যর্থ হইনি। এই জায়গায় এখন পর্যন্ত ব্যর্থ হয়েছি। আশা করি, অবসরের আগে এটা করতে পারব।

প্রধান বিচারপতির সঙ্গে এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 (দ্য রিপোর্ট/কেএ/এপি/ফেব্রুয়ারি ২১, ২০১৭)