মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে এবং অগ্নিসংযোগে ৩টি ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের আকবর নগর গ্রামের মোক্তার গ্রুপ ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকার ছামেদ আলী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে।  

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় ধারালো অস্ত্র, বল্লম, রামদা ও টেটা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় টেটাবিদ্ধ শহিদ বাউল, সালেমত, আসলাম ও জয়নালসহ দু’গ্রুপের ৯ জন আহত হয়। এতে মোক্তার গ্রুপের ৩টি ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রেণে আনে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোক্তার হোসেন ও ছামেদ থানায় এখনো কোন অভিযোগ দিতে কেউ আসেনি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/ফেব্রুয়ারি ২১, ২০১৭)