যশোর অফিস : ‘আমি কোনো সন্ত্রাসী না। কোনো গোপন বৈঠকও করছিলাম না। গরুর জন্য ভুষি কিনতে বাজারে গিয়েছিলাম। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে ঠাণ্ডামাথায় দু’পায়ে গুলি করেছে। আমি পঙ্গু হয়ে গেলে আমার পরিবার না খেয়ে মরবে’- হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার হোসেন ভুলু নামে গুলিবিদ্ধ এক যুবক শুক্রবার সন্ধ্যায় কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন।

ভুলুর অভিযোগ, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মনিরামপুর থানা পুলিশ তাকে গুলি করে।

অন্যদিকে পুলিশের দাবি, ভুলু সন্ত্রাসী বাহিনীর প্রধান। গোপন বৈঠকে হানা দেওয়ায় পুলিশের সঙ্গে তার বন্দুকযুদ্ধ হয়। গুরুতর আহত ভুলুর রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশ একেক সময় একেক কথা বলছে।

মনিরামপুর থানার ওসি মিজানুর রহমান শুক্রবার সন্ধ্যায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে তখন ভুলুর নেতৃত্বে গোপন বৈঠক চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভুলু গুলি ছোড়ার চেষ্টা করলে পুলিশ পাল্টা জবাব দেয়। এ সময় গুলিবিদ্ধ হন ভুলু। ভুলুর কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না তা জানেন না বলে জানান ওসি। তবে দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ভুলু শিবির ক্যাডার।

এর আগে, ঘটনার পর পরই থানার এসআই হাবিবুর রহমান জানিয়েছিলেন, অভিযানকালে ভুলু ও তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে চার রাউন্ড গুলিবর্ষণ ও দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ পাল্টা ১৩ রাউন্ড গুলি ছুড়লে দু’রাউন্ড বিদ্ধ হয় ভুলুর পায়ে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।

চিকিৎসাধীন ভুলু জানান, তিনি অত্যন্ত গরিব মানুষ। পারিবারিক কলহের জের ধরে তার নামে একটি মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত নেই।

তবে থানার ওসি দাবি করেন, ভুলু চারটি মামলার সুনির্দিষ্ট আসামি। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় মামলাগুলো হয়।

যোগাযোগ করা হলে উপজেলা বিএনপির সভাপতি ও মনিরামপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল বলেন, ‘ভুলু বিএনপিকর্মী। সে অত্যন্ত দরিদ্র ও নিরীহ। পুলিশ বিনা কারণে তাকে ধরে নিয়ে পায়ে গুলি করেছে।’ পুলিশের এই কাজকে ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করে অ্যাডভোকেট ইকবাল এর তীব্র নিন্দা জানান।

(দ্য রিপোর্ট/একে/জেএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)