টঙ্গীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে শুক্রবার ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র খুন হয়েছে। নিহত খোকন (২৩) টঙ্গীর দত্তপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে এবং আমেরিকান ইউনিভার্সিটির উত্তরা শাখার বিবিএ’র ছাত্র।
টঙ্গীর দত্তপাড়া শাহ বিদ্যানিকেতন এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত অপর যুবক রহমানকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী মডেল থানার এসআই মান্নান তালুকদার খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা নিহতের মোটরসাইকেলটিও নিয়ে গেছে।’
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে খোকন ও রহমান মোটরসাইকেল যোগে যাচ্ছিল। দত্তপাড়া শাহ বিদ্যানিকেতন এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রাইভেটকারে আসা দুর্বৃত্তরা খোকন ও রহমানকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। তাদের আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে লোকজন তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এমএমএফ/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)