দ্য রিপোর্ট ডেস্ক : হলিউডের অভিনেত্রী-পরিচালক অ্যাঞ্জেলিনা জোলি বলছেন, তার নতুন ছবির মাধ্যমে দর্শকরা কম্বোডিয়ার খেমার রুজ সরকারের নির্মমতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।

তার পরিচালিত `ফার্স্ট দে কিল্ড মাই ফাদার` ছবিটি তৈরি হয়েছে কম্বোডিয়ার মানবাধিকার কর্মী লাউং উং-এর ছেলেবেলার অভিজ্ঞতাকে ভিত্তি করে।

এই ছবি সব নাম ভূমিকায় জোলি শুধু কম্বোডীয় চলচ্চিত্র শিল্পীদের ব্যবহার করেন। অ্যাঞ্জেলিনা জোলি এখন কম্বোডিয়ায় জাতিসংঘ শরণার্থী সংস্থার জন্য নানা ধরনের সেবামূলক কার্যক্রম চালাচ্ছেন। বড় ছেলে ম্যাডক্সকে তিনি কম্বোডিয়া থেকে দত্তক নিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্কছেদের ঘোষণার পর থেকেই একরকম আড়ালে ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। অবশেষে আড়াল থেকে বেরিয়ে এলেন।
বিবিসির ইয়েল্ডা হাকিমের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বললেন নতুন ছবি নিয়ে।

(দ্য রিপোর্ট/এফএস/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৭)